ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরাইল-ফিলিস্তিন সংকটে মধ্যস্ততা করতে চায় চীন

আল আমিন | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ২৩:২৬

আল আমিন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ২৩:২৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিরসনে মধ্যস্ততার প্রস্তাব দিয়ে রেখেছে চীন। দ্বন্দ্ব নিরসন করে দিয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যেও। তারই ধারাবাহিকতায় এবার দেশটি ৮০ বছর ধরে বিবদমান দুপক্ষ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং এরই মধ্যে বিষয়টি নিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলাপ করেছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে সোমবার ফোনে আলাপকালে শান্তি আলোচনা শুরুর জন্য পদক্ষেপ নিতে বলেছেন। এবং বলেছেন, ইসরাইল এমন পদক্ষেপ নিলে চীন এর সর্বোচ্চ উপযোগিতা পেতে সব পক্ষকে সহায়তা করবে।

অপরদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে ফোনে আলাপকালে শিন গ্যাং একই অবস্থান ব্যক্ত করেছেন এবং বলেছেন, চীন উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা দ্রুত চালু করতে সবধরনের সহায়তা দেবে।

সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল এবং ফিলিস্তিন উভয় পক্ষের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে শিন গ্যাং ‘দুই রাষ্ট্র’ সমাধানের ভিত্তিতে আবারও শান্তি আলোচনা শুরুর প্রতি জোর দিয়েছেন।


চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, চীন ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কে অবগত রয়েছে। চীনের লক্ষ্য হলো, বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তা আয়ত্তের মধ্যে নিয়ে আসা।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: