ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনের প্রেসিডেন্টকে ইউক্রেনে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ২৩:৪৮

আল আমিন
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ২৩:৪৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কিয়েভে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

গত কয়েক মাসে চীনের সঙ্গে রাশিয়ার সখ্যতা বেড়েছে। রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে চীন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং বৈঠকও করেছেন। এই পরিস্থিতিতে জেলেনস্কির এ ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ।
জেলেনস্কির বক্তব্য, পুতিন শি জিনপিংয়ের কাছে যতটা সাহায্য চেয়েছিলেন, চীন তা দেয়নি। ফলে এমন হতেই পারে, শি জিনপিং কিয়েভের পরিস্থিতি দেখে ইউক্রেনকে সমর্থন করবে।

সম্প্রতি শি মস্কোয় গিয়েছিলেন। সেখানে রাশিয়ার প্রশাসন তাকে যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস ও এপি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: