ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২২:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২২:১০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আগামী ৯ অক্টোবর রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুনিম হাসান।

সভা শেষে জানানো হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরের দিন বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে।

সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সা:-এর জন্ম ও ওফাত হয় ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তার ইন্তেকাল হয়। বাংলাদেশে কিছু মানুষ এ দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন।



আপনার মূল্যবান মতামত দিন: