ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের  আহ্বান করলো ইরান

আল আমিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৯

আল আমিন
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৯

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।

তিনি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলের ওপর তেলসহ অন্যান্য পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা এবং দেশটির রাষ্ট্রদূতদের বহিষ্কার করা।

একই সঙ্গে গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যাবলি নথিভুক্ত করার জন্য ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি হাসপাতলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। এতে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু সংখ্যক মানুষ। এছাড়াও আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

এ ঘটনার পর এক জরুরি বৈঠক ডেকেছে ওআইসি। সৌদি আরবের জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: রয়টার্সআরব নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: