ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৭৬ হাজার ৯৪০ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ১৫:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ১৫:৩৭

হজ্জ

বিদেশবার্তা ডেস্ক : এ বছর হজ পালনে এ পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন মহিলা। সোমবার (১২ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

এতে বলা হয়, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৭ হাজার ৫৫৪ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: