ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুবাইতে বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক শুক্রবার

সেলিম সোহেল | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ০১:৫০

সেলিম সোহেল
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ০১:৫০

দুবাইতে বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক শুক্রবার

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র অভিষেক, চতুর্থ বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার।

শুক্রবার বিকেল ৫টা থেকে শারজাহ ইউয়ান হোটেল হল রুমে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের জমকালো ও বর্ণাঢ্য করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ওমান, কাতার, সৌদি আরবে কর্মরত বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার গণমাধ্যমকর্মী, দেশ বরেণ্য সাংবাদিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার স্বনামধন্য ব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শিবলী আল সাদিক বলেন, আমাদের অভিষেকের যে স্বপ্ন ছিল, তার দোরগোড়ায় পৌঁছে গেছি আমরা, আর কয়েক দিন পর বাংলাদেশ প্রেসক্লাব যাত্রা শুরু করবে নতুন আঙ্গিকে। আশা করি, প্রবাসী সংবাদকর্মীরা এ প্রেসক্লাবের ছায়াতলে থেকে নিজেদের অনেক দূর নিয়ে যেতে পারবে। প্রবাসীদের কল্যাণেও এ প্রেসক্লাব কাজ করবে প্রতিনিয়ত। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে আমরা আপসহীনভাবে এগিয়ে যাব বলে আশা রাখি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান জনি জানান, আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের যাত্রা শুরু করবে আমাদের এ নতুন কমিটি। আমরা অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাপক প্রস্তুতির মাধ্যমে সাজিয়েছি। আশা করি, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমিরাতে অবস্থিত প্রবাসীদের ভালো ইমেজ তৈরি হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন- ক্লোজআপ ওয়ান তারকা সোহাগ সুমন, মিরাক্কেল তারকা কমর উদ্দিন আরমান, সংগীত শিল্পী সাদিয়া আফরিন মৌরী, কলকাতার গায়িকা সঞ্চারী বন্দ্যোপাধ্যায়।



আপনার মূল্যবান মতামত দিন: