
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ বছর আরো একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে।
রবিবার (১৭ জুলাই) ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম (৪৯) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- EE0210200।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে জানানো হয়েছে, নিহত ২২ জন বাংলাদেশির মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৭ জন।
অন্যদিকে হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯,৯৬৪ জন হাজি।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০,১৪৬ জন হজযাত্রী। এরপর হাজিদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: