ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউরোপে ভয়াবহ ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে নিহত ৮

বিদেশ বার্তা | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৭

বিদেশ বার্তা
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৭

ঘূর্ণিঝড়

 

ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে- লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণ গেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়টি কর্নওয়ালে আছড়ে পড়ার পর পশ্চিম ইংল্যান্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ঘূর্ণিঝড়টি ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানে। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। ভেঙে পড়েছে অসংখ্য প্রাচীন গাছ। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। কেঁপে উঠে ক্যানারি ওয়ার্ফের বহুতল ভবনগুলোও।
এদিকে ঝড়ের কারণে একের পর এক বিমান বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন। সূত্র: আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: