ঢাকা | শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এবার ‘কাবাডি’-তে মুখোমুখি ডিপজল-মিশা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ০০:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ০০:২৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকাই সিনেমার একটি ভিডিওকে ঘিরে আলোচনায় রয়েছে দশ কোটি টাকার রহস্য! সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ। এই সিরিজে রয়েছেন জনপ্রিয় দুই খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। আর সিনেমায় তাদের উপস্থিতি মানেই দর্শকদের মধ্যে অন্যরকম উন্মাদনা। দীর্ঘদিন পর এবার মুখোমুখি হয়েছেন তারা। ওয়েব সিরিজ ‘কাবাডি’তে দেখা যাবে তাদেরকে।

নির্মাতা গণমাধ্যমকে জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত। এর সঙ্গে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোনো অজানা সম্পর্ক।

তিনি বলেন, গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত। আশা করি দর্শকরা বেশ মজা পাবেন।
এবার ‘কাবাডি’-তে মুখোমুখি ডিপজল-মিশা

কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্ট এর নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্ত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান।

এতে ডিপজল ও মিশা সওদাগর ছাড়া আরো অভিনয় করেছেন জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ, সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

জানা গেছে, চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে।

এবার ‘কাবাডি’-তে মুখোমুখি ডিপজল-মিশা

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোনো জীবন, জীবনের নাই কোনো লাইফ’। গানটি লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন চিরকুট ব্যান্ড মেম্বার জাহিদ নীরব ও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই।



আপনার মূল্যবান মতামত দিন: