
নিজস্ব প্রতিবেদক : আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলছে। ১১ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন ২২ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এর সময়সীমা বাড়তে পারে। কিন্তু সম্মেলন ঘিরে ঐক্য দেখা যায়নি। এদিকে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের বার্ষিক লক্ষ্য ২৫০ বিলিয়ন ডলার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
জলবায়ু তহবিল নিয়ে বৈশ্বিক চুক্তির একটি প্রস্তাব ঘিরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিভাজন ও অসন্তোষের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। নতুন প্রস্তাবে যে বিকল্পের কথা বলা হয়েছে, তা কাউকে খুশি করতে পারেনি। জলবায়ু সুবিচারের জন্য তৃণমূল নেতৃত্ব-ভিত্তিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল কপ২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়নে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছে।
ইয়ুথনেট গ্লোবাল ও কপ২৯-এ অংশগ্রহণকারী বাংলাদেশের জলবায়ুকর্মী সোহানুর রহমানের ফেসবুক পোস্টে বলা হয়, ‘‘ইয়ুথনেট নতুন প্রস্তাবিত ২৫০ বিলিয়ন ডলারের বার্ষিক জলবায়ু অর্থায়ন লক্ষ্যকে ‘অত্যন্ত অপর্যাপ্ত’ ও ‘ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহের জন্য অপমানজনক’ বলে অভিহিত করেছে।’’
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ‘‘কপ২৯ প্রেসিডেন্সির সদ্য প্রকাশিত টেক্সট অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের বার্ষিক লক্ষ্য ২৫০ বিলিয়ন ডলার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে, ইয়ুথনেট গ্লোবাল মনে করে, এই লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে প্রয়োজনীয় ১.৩ ট্রিলিয়ন ডলারের বার্ষিক অর্থায়নের তুলনায় অনেক কম।’’
সোহানুর রহমান বলেন, ‘‘বছরে ২৫০ বিলিয়ন ডলারের এই প্রস্তাব ক্ষতিগ্রস্ত ও উন্নয়নশীল রাষ্ট্রের মানুষের জন্য এক ধরনের চড় মারার মতো! বাংলাদেশসহ যেসব দেশ ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছে, তাদের জন্য এটি অত্যন্ত অসম্মানজনক।’’
তিনি আরও বলেন, ‘‘বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের (এমডিবি) মাধ্যমে সংগৃহীত তহবিল জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরাসরি সাহায্য প্রাপ্তিতে সহায়ক নয়।’’
কপ২৯-এর আলোচনা আজারবাইজানের বাকুতে চলমান থাকলেও ইয়ুথনেট গ্লোবাল তাদের দাবিতে অবিচল থাকার ঘোষণা দিয়েছে। তারা গ্লোবাল সাউথের জন্য ন্যায্য এবং কার্যকরি জলবায়ু অর্থায়ন কাঠামো প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছে, ‘‘বিশ্বের জলবায়ু সংকটের বাস্তবতা উপলব্ধি করে, সবচেয়ে প্রয়োজনীয় দেশগুলোর সহায়তার জন্য একটি কার্যকরি এবং সামঞ্জস্যপূর্ণ কাঠামো প্রয়োজন।’’
আপনার মূল্যবান মতামত দিন: