ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জয় বাংলা বলে স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আমিরুন রনি | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ১৩:৩৯

আমিরুন রনি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ১৩:৩৯

জয় বাংলা বলে স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরো আসবেন বলায় গণপিটুনি দিয়ে বয়স্ক এক ব্যক্তিকে পুলিশকে সোপর্দ করেছে বিএনপি ও আওয়ামীবিরোধী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যদিও তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে স্লোগান দিলেই গণপিটুনি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই লোকটি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরেই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।

তিনি আরও বলেন, আমরা না থাকলে এই মুরুব্বি মারা যেত। আমরা চাই না কোনো মব জাস্টিস হোক। ফ্যাসিবাদীরা চাচ্ছে, নিরীহ লোকদের পাঠিয়ে গণপিটুনি খাওয়াতে। এতে তারা সুযোগ নেবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: