
নিজস্ব প্রতিবেদক : বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রত্যেক সবজির দাম গড়ে ১০ থেকে ১৫ টাকা কমেছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, প্রতিটি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকা, টমেটো ১৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, দেশি শশা ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, জালি কুমড়া ৫০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা, মুলা ৬০ টাকা ,সিম ১২০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, জলপাই ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির দামও কমেছে, বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকা কেজি। লাল মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: