
নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না হলে সশস্ত্র সংগ্রাম করা হতো বলে জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই আমরা একটা ভিডিও করে বের হয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে, আজ যদি কোনো গণহত্যা হয় বা ম্যাসাকার হয়, তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে। আমরা ফিরে নাও আসতে পারি আপনারা লড়াই চালিয়ে যাবেন। একটা ভিডিও করে আমি কিছু সাংবাদিককে দিয়ে এসেছিলাম। যদি আজ আমি না ফিরি, আজ আমাদের বিজয় অর্জন না হয়, তাহলে এটাই আমাদের শেষ বার্তা। আমরা প্রত্যেকেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো আছি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানে শহিদ নাসিব হাসান রিয়ানের স্মরণে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।
নাহিদ ইসলাম বলেন, ওই সময় সবাই শহিদ হওয়ার জন্য প্রস্তুত ছিল। নাসিব ফেসবুকে ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছিল, বাসায় বলে এসেছে যে, আজ আমার মৃত্যু হতে পারে। যারা আমরা মাঠে ছিলাম এটা আমাদের প্রত্যেকের বাস্তবতা ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: