ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্যারিস্টার সুমন মিরপুর থেকে গ্রেপ্তার

সেলিম সোহেল | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪ ০৯:৩০

সেলিম সোহেল
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪ ০৯:৩০

ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে তাঁকে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় মামলায় আছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মিরপুর মডেল থানা আগুন দিয়ে জ্বালিয়ে ও ভাঙচুর করায় সেখানে ব্যারিস্টার সুমনকে রাখা যায়নি। এ কারণে তাকে পল্লবী থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: