ঢাকা | সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শেখ হাসিনাকে কটূক্তির মামলায় আদালতে সাক্ষী অনুপস্থিত!

সাদিয়া আফরিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ১৭:৩২

সাদিয়া আফরিন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ১৭:৩২

শেখ হাসিনাকে কটূক্তির মামলায় আদালতে অনুপস্থিত সাক্ষী

নিজস্ব প্রতিবেদক : তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ফেসবুক লাইভে এসে তাকে কটূক্তির অভিযোগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের বিরুদ্ধে হয় মামলা। আজ আজ রোববার (২০ অক্টোবর) ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, কোনো সাক্ষ্য দিতে আসেননি কেউ। অবশেষে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। পরে রাশেদের আইনজীবী জাহেদুর রহমান তাকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে মামলায় দায় থেকে অব্যাহতি দেন।

এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৭ জুন রাশেদ খান ‘কোটা সংস্কার চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন। এসব মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে—এমন অভিযোগে ওই বছরের ১ জুলাই রাজধানীর শাহবাগ থানায় রাশেদ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়।

২০২১ সালের ২২ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: