ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ

সেলিম সোহেল | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৪

সেলিম সোহেল
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৪

চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশি পণ্য। সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

ফলে এখন থেকে বাংলাদেশ থেকে কোনও পণ্য চীনে রপ্তানি করলে কোনও ধরনের শুল্ক দেওয়া লাগবে না। 

গত ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন, আফ্রিকার ৩৩টি দেশসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত এলডিসিভুক্ত দেশগুলো চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে।

বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে চীনই প্রথম এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। 

এই সিদ্ধান্তের আলোকে সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস ঘোষণা দিয়েছে, স্বল্পোন্নত দেশগুলোতে একতরফা উন্মুক্তকরণ ও সাধারণ উন্নয়ন অর্জনে আগামী ১ ডিসেম্বর থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে- এমন এলডিসিভুক্ত দেশগুলো শতভাগ অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে।

এলডিসি হিসেবে বাংলাদেশও ১ ডিসেম্বর থেকে চীনে রপ্তানিকৃত পণ্যের জন্য এই সুবিধা ভোগ করবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: