ঢাকা | সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শহীদ পরিবার ৫ লাখ ও আহতরা পাবেন ১ লাখ টাকা ক্ষতিপূরণ

সেলিম সোহেল | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭

সেলিম সোহেল
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭

শহীদ পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। আহতদের ক্ষতিপূরণের অর্থ যত দ্রুত সম্ভব দেওয়া হবে এবং ঢাকায় অনুষ্ঠেয় স্মরণ সভায় শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন কমিটি সমাজের সব পর্যায়ের মানুষ, বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান প্রদানের আহ্বান জানায়।

কমিটি ফাউন্ডেশন পরিচালনার জন্য একটি অফিস স্পেস ও স্বেচ্ছাসেবক খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: