ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
১০ দিনের রিমান্ড আবেদন

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

সেলিম সোহেল | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:১২

সেলিম সোহেল
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:১২

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া এ আবেদন করেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: