ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পানি ছাড়ার আগে বাংলাদেশকে বার্তা দিতে হবে ভারতের: উপদেষ্টা

সেলিম সোহেল | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪ ২২:৪০

সেলিম সোহেল
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪ ২২:৪০

পানি ছাড়ার আগে বাংলাদেশকে বার্তা দিতে হবে ভারতের: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদের জানানোর কথা। তবে এবার সেটি প্রতিপালিত হয়নি। অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, সে বিষয়ে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।’ 

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।  

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদী খননের আগে নদী দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।’ 

দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।’  

পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি হবিগঞ্জকে বাঁচাতে হয়, তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব, খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কী করে খোয়াইকে রক্ষা করতে পারি সেটির দিকে।’



আপনার মূল্যবান মতামত দিন: