ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

সেলিম সোহেল | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪ ২১:৩৩

সেলিম সোহেল
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪ ২১:৩৩

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করা হয়েছে।

আজ সন্ধ্যা ৭টার দিকে ডা. দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’

ডা. দীপু মনির  বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

রাত সোয়া ৮টার দিকে জানা যায়, সাবেক এই মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শেখ হাসিনার স্বৈরশাসন পতনের সময় তিনি সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। এর আগে তিনি হাসিনা সরকারের শিক্ষামন্ত্রীও ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: