ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বড় রদবদল ডিএমপিতে

সাদিয়া আফরিন | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪ ২২:২৩

সাদিয়া আফরিন
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪ ২২:২৩

বড় রদবদল ডিএমপিতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বিভিন্ন পদে আবারও রদবদল হয়েছে। একযোগে ডিএমপির ১২ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক আইজিপি মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে। একই পদমর্যাদার রুবাইয়াত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, মো. রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, মির্জা সালাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে বদলি করা হয়েছে।

এসএম জাহাঙ্গীর হাসানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ। মোহাম্মদ শহীদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, মাসুক মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, কাজী মাকসুদা আলী লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাংগাইল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, একই পদমর্যাদার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব, মোহাম্মদ ইলিয়াস হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে বদলি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: