ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গণহারে রাজাকারের বাচ্চা বলার উস্কানীদাতা প্রভাস আমীনের অব্যহতি (ভিডিও)

আমিরুন রনি | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪ ০৫:৫৩

আমিরুন রনি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪ ০৫:৫৩

গণহারে রাজাকারের বাচ্চা বলার উস্কানীদাতা প্রভাস আমীনের অব্যহতি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : এটিএন নিউজের প্রভাস আমীনের যে উস্কানীমুলক প্রশ্নের জের ধরে শেখ হাসিনা সব ছাত্রকে রাজাকারের বাচ্চা বলার ধৃষ্টতা দেখায় বা সাহস পায়, সে প্রভাস আমীন কে অব্যহতি দিয়েছে তার প্রতিষ্টান এটিএন নিউজ।

এটিএন নিউজের রিপোর্টারদের অভ্যন্তরীণ ম্যাসেঞ্জার গ্রুপে তিনি এ কথা জানান, সেই সাথে দেখা হবে বিজয়ে বলে তিনি কি বুঝাতে চেয়েছেন সেটা তিনি জানেন।

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে, স্বরাষ্ট্র উপদেস্টার এই বক্তব্যের পরে সাবধানতা অবলম্বন করতে গিয়ে এটিএন নিউজ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্টানের এসোসিয়েট হেড অফ নিউজ এম শহীদুল আজম কে প্রভাস আমীনের স্থলাভিষিক্ত করা হয়।

মুলতঃ হাসিনার এই উক্তির পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। যার ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে গণভবন থেকে ভারতে পালিয়ে যায় হাসিনা।

https://youtu.be/TuXKxHtpdmg?si=5YGQZ0Di2q6xIpKN



আপনার মূল্যবান মতামত দিন: