ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪ ২১:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪ ২১:৪১

বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

সেলিম সোহেল : আগামীকাল বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি তিনি বক্তৃতা দেবেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন বলেও জানানো হয়। সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: