ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে ১৩ পুলিশ সহ নিহত ২২

বিদেশ বার্তা | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ০২:৫০

বিদেশ বার্তা
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ০২:৫০

সিরাজগঞ্জে সংঘর্ষে ১৩ পুলিশ সহ নিহত ২২

স্থানীয় প্রতিনিধি : সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘিরে দিনভর সংঘর্ষে এনায়েতপুর থানার ওসি ও অন্যন্য ১২ পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় এ সংষর্ষ হয়। পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস অ্যান্ড ক্রাইম) বিজয় বসাক বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল এনায়েতপুর থানায় গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ হান্নান মিয়া থানায় হামলা সম্পর্কে বলেন, প্রথমে হাজারখানেক মানুষ দলবেঁধে থানার দিকে আসে। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। পরে কয়েক শ মানুষ অতর্কিতে থানায় এসে হামলা চালায়। তারা আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ১৩ জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাকও নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: