ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
কোটা আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর মন্তব্য

'নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিরোধীদের ষড়যন্ত্র এবং আঘাত'

সাদিয়া আফরিন | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪ ০৪:১৫

সাদিয়া আফরিন
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪ ০৪:১৫

'সংসদ নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিরোধীদলের ষড়যন্ত্র এবং আঘাত'

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং তা ঠেকাতে ব্যর্থ হয়ে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ থেকে ‘ষড়যন্ত্র এবং আঘাত’ আসবে, এটা ধারণা করতে পেরেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশবাসীকে সব ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে গণমাধ্যমগুলোকে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধের আহ্বানও জানান সরকারপ্রধান।

বুধবার (২৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডসের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানতাম যে ইলেকশন করতে দেবে না। তারপরেও আমরা ইলেকশন করে ফেলেছি। ইলেকশন করার পর ইলেকশন গ্রহণযোগ্য হবে না। সেটাও গ্রহণযোগ্য আমরা করতে পেরেছি। সরকার গঠন করতে পেরেছি। আমার একটা ধারণা ছিল, এই ধরনের একটা আঘাত আবার আসবে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল জানিয়ে সরকারপ্রধান বলেন, এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। ... এই যে লোক চলে আসা, এবার আমরা কিন্তু আগে থেকে খবর পেয়েছি, লোক ঢুকবে। গোয়েন্দা দিয়ে সমস্ত হোটেল, কোথায় থাকতে পারে, সেগুলো কিন্তু নজরদারিতে আনা হয়েছে। কিন্তু ওরা সেখানে ছিল না, এরা চলে এসেছে ঢাকার ঠিক বাইরের এলাকায়।

প্রধানমন্ত্রী বলেন, সমস্ত বাংলাদেশ থেকে শিবির-জামায়াত এরা কিন্তু এসেছে। সাথে সাথে ছাত্রদলের ক্যাডাররাও কিন্তু সক্রিয় ছিল। যতগুলো ঘটনা ঘটেছে, এরাও (বিএনপি) কিন্তু সক্রিয় ছিল।

আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আরেকটা জিনিস খেয়াল করবেন, তখনও কিন্তু লাশ পড়েনি। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের (যুক্তরাষ্ট্রের) বক্তব্যে এসে গেলো যে লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিলো? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছে? এটাও খবর নেওয়া দরকার। তারপরে কিন্তু লাশ পড়তে শুরু করলো।

সহিংসতায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন, দুর্যোগ ভবন, সেতু ভবন, বিআরটিএ, ডাটা সেন্টারে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তারা (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) এইভাবে কেন সুযোগটা সৃষ্টি করে দিলো, সেই জবাবটাও জাতির কাছে তাদের দিতে হবে। আমরা তো বারবার তাদের সঙ্গে বসলাম। প্রজ্ঞাপন, সেটাও করা হলো। তাদের কোনও দাবি তো পূরণ করা ছাড়া রাখিনি।



আপনার মূল্যবান মতামত দিন: