
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শনিবার নাগাদ অন্তত ১১৩ জনের প্রাণহানি হয়েছে৷ এই আন্দোলনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সহিংস আন্দোলন বলে মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধিরা জানিয়েছেন, এমন সহিংস আন্দোলন গত কয়েক দশকে দেখা যায়নি৷
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শনিবার নাগাদ একশ'র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম৷
ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন শনিবার ডয়চে ভেলেকে টেলিফোনে বলেছেন, ‘‘সংবাদমাধ্যমে দেখতে পেয়েছি গত দুইদিনে মৃত্যুর সংখ্যা ১০৩ বলেছে৷''
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ ও সরকার দলীয় সমর্থকদের সঙ্গে প্রতিবাদকারীদের তীব্র সহিংসতার মধ্যে বৃহস্পতিবার রাতে ইন্টারনেট, টেলিফোন এবং ম্যাসেজিং সার্ভিস প্রায় বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ৷ এরপর ঢাকা থেকে প্রকাশিত সংবাদমাধ্যমগুলোর মধ্যে দৈনিক প্রথম আলো কয়েকঘন্টা ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশ করলেও পরবর্তীতে অন্যান্য পত্রিকার মতোই আর কোনো নতুন তথ্য প্রকাশ করছে না৷
বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে যে, গত চারদিনের সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রিন্ট সংখ্যায় উল্লেখ করেছে।
‘‘প্রথম আলো পত্রিকা লিখেছে, শুক্রবার ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুক্রবার নাগাদ গত তিন দিনে নিহত হয়েছে ১০৩ জন৷ শুক্রবার অন্তত ৬৬ জনের মৃত্যুর খবর নিয়ে শিরোনাম করেছে ডেইলি স্টার,'' লিখেছে বিবিসি বাংলা৷
আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স আলাদাভাবে গত কয়েকদিনে সংঘর্ষে মৃতের সংখ্যা অন্তত ১০৫ বলে লিখেছে৷
আপনার মূল্যবান মতামত দিন: