ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিটিভির মূল ভবনে আগুন, সম্প্রচার বন্ধ

সাদিয়া আফরিন | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৪ ০১:৫৩

সাদিয়া আফরিন
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৪ ০১:৫৩

বিটিভির মূল ভবনে আগুন, সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে বিটিভির মূল ভবনে আগুন দেয় তারা। আগুন ছড়িয়ে পড়ায় বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

বিটিভিতে কর্মরত একাধিক সাংবাদিক জানান, বিটিভির মূল ভবনের নিচতলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মূল স্ক্রিনে তারা কালো দাগ দেখতে পান। পরবর্তীতে বাধ্য হয়েই সম্প্রচার বন্ধ করে দিতে হয়েছে। 

দুপুর ২টার দিকে বিটিভিতে হামলা করে আন্দোলনকারীরা রিসিপশনে ভাঙচুর করে, পাশে থাকা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বিটিভির ডিজাইন শাখা পুড়ে গেছে। এখন যদি মূল কেন্দ্র জ্বলে যায়, তাহলে বিটিভির প্রচার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে ফায়ার সার্ভিস সামনে এগোতে পারেনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘বিটিভিতে আগুন দেওয়ার সংবাদ আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছে না।’

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও সেখানে যায়নি। তবে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। আন্দোলনকারীরা রামপুরায় বিটিভির আশপাশের সড়কে অবস্থান নেওয়ায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: