ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একই সঙ্গে তিনজনের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একই মোটরসাইকেলের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন একটি মোটরসাইকেলে চড়েই কোথাও যাচ্ছিলেন। নিহতরা হলেন- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।

নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রুপসি। ওই মাদ্রাসায় থেকেই পড়ালেখা করতেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।  

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: