ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় পার্টিকে বিএনপির ‘ম্যানেজ’ প্রসঙ্গে বোমা ফাটালেন চুন্নু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি অনেক চেষ্টা করেছে তাদের আন্দোলনে সমর্থন দেয়ার জন্য এবং নির্বাচনে জাতীয় পার্টির না যাওয়ার বিষয়ে। কিন্তু জাতীয় পার্টি তা করেনি- এ কথা বলেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে তিনি কথা বলেন।

দ্বাদশ সংসদে জি এম কাদের বিরোধী দলের নেতা হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে চুন্নু এমন মন্তব্য করেন।

চুন্নু জানান, নিজেদের কৌশল অনুযায়ী কাজ করেছে জাতীয় পার্টি। কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য পূরণের জন্য কাজ করবে না তার দল।

মুজিবুল হক চুন্নুর দাবি, দল থেকে কয়েকজন চলে গেলেও জাতীয় পার্টির ওপর কোনো প্রভাব পড়বে না। বিএনপির আন্দোলনকে সমর্থন না করায় তারা এখন সমালোচনা করছে। আর সরকারের উদ্দেশ্য পূরণে তার দল কাজ করে না।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, সরকারের ভুলত্রুটি জাতীয় পার্টি তুলে ধরে, ভবিষ্যতেও তুলে ধরবে। সংখ্যা নয়, বরং আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।



আপনার মূল্যবান মতামত দিন: