ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরি 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৪ ১৫:৫৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৪ ১৫:৫৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি শাখার ভল্ট ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরি হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ব্যাংকের বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট উপশাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল হাট উপশাখায় কোনো নিরাপত্তাপ্রহরী ছিল না। গত বৃহস্পতিবার লেনদেনের পর প্রায় ১০ লাখ টাকা ভল্টে রেখে ২ দিনের সাপ্তাহিক ছুটিতে যান কর্মকর্তারা। এই সুযোগে দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো এক সময়ে ব্যাংকের ভল্ট ভেঙে ১০ লাখ টাকা লুট করে। শনিবার সকালে ব্যাংকের দরজা খোলা দেখে বিষয়টি জানাজানি হয়। টাকা উদ্ধার এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাঁদের শাখায় ১০ লাখ টাকা পর্যন্ত রাখার অনুমোদন ছিল। বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষে ৯ লাখ ৭৮ হাজার টাকা ভল্টে রাখা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: