ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিকাগোতে ৮ জনকে গুলি করে হত্যা, আত্মহত্যা করেছে হামলাকারী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১৩:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১৩:০৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে তিন জায়গায় ৮ জনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত হামলাকারী টেক্সাসে পুলিশের সাথে মুখোমুখি হওয়ার পর নিজেই গুলি করে আত্মহত্যা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ বছর বয়সী হামলাকারী রোমিও ন্যান্সকে সোমবার সন্ধ্যায় নাটালিয়া এলাকায় সনাক্ত করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোমিও নিজের কাছে থাকা হাত বন্দুক দিয়ে আত্মহত্যা করে।

রবি ও সোমবার ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় আট জনের মরদেহ।

রোমিও এই ঘটনায় সন্দেহভাজন ছিল।  

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম নিহত ব্যক্তিকে জোলিয়েট টাউনশিপ থেকে উদ্ধার করা হয়। তার বয়স ২৮ বছর। তিনি নাইজেরিয়ার বাসিন্দা তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সেই ঘটনার তদন্তে নেমেই বাকি মরদেহগুলো উদ্ধার করা হয়।

ইলিনয়ের জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, দুটি বাসভবনে গুলি চালিয়ে মোট সাতজনকে হত্যা করা হয়েছে। আমরা রোমিও ন্যান্স নামের এক সন্দেহভাজন তরুণকে খুঁজছি।

এরপর আরো একটি হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়। সূত্র: গার্ডিয়ান।



আপনার মূল্যবান মতামত দিন: