ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ স্থগিত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি।

তিনি বলেন, ২৯ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা করে, সমাবেশ না করার জন্য প্রশাসনের থেকে চাপ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের কথা মাথায় রেখে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

পরে যদি কোনো তারিখ নির্ধারণ করা হয় তা জানিয়ে দেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দেয় হেফাজত ইসলাম বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: