
নিজস্ব প্রতিবেদক : রংপুর ২ (তারাগঞ্জ -বদরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম মো : আহসানুল হক চৌধুরি ডিউক এমপির জন্য বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার মানুষের কাছে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় রংপুরের তারাগঞ্জের নৌকা মার্কার নির্বাচনী জনসভায় ভোট চান তিনি।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
ধারাবাহিকভাবে ক্ষমতা আছি বলেই দেশ থেকে মঙ্গা দূর হয়েছে। নৌকা মার্কাই মানুষের জীবন মান উন্নত করেছে। নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামত দিন: