ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষ, নিহত ২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১১:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১১:০৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরো জানান, বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: