
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।
তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।
চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।
প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: