ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জিএম কাদেরকে হত্যার হুমকি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:২০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:২০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আশ্রয়ে আনা হবে। 

জিডিতে উল্লেখ করা হয়, জিএম কাদেরের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে চেয়ারম্যানকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে।



আপনার মূল্যবান মতামত দিন: