ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলামোটরে বাসে আগুন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ১৮:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: