ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামীকাল সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি

আল আমিন | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৭

আল আমিন
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুরে নয়াপল্টনে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ শুরু করে বিএনপি।

সমাবেশে আগত নেতাকর্মীদের ঢলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এছাড়া মতিঝিল, আরামবাগ, কমলাপুর, কাকরাইল, ফকিরাপুল, শান্তিগর থেকে মালিবাগ পর্যন্ত চলে যায়  নেতাকর্মীদের জনস্রোত।  

অন্যদিকে, মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।



আপনার মূল্যবান মতামত দিন: