ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন ১২ নভেম্বর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩ ০৯:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩ ০৯:০২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সোমবার (১৬ অক্টোবর) সকালে কালুরঘাট সেতু পরিদর্শনের পর মেরামত কাজের সর্বশেষ অবস্থা তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, দোহাজারি-কক্সবাজার রেললাইন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পটি আজকে পরিদর্শন করার জন্য এসেছি। কাজের সর্বশেষ অগ্রগতি দেখার জন্য। দু’একটি স্টেশনের সামান্য কাজ হয়ত বাকি আছে। আশা করি, ৩০ অক্টোবরের মধ্যে এ কাজগুলোও শেষ হয়ে যাবে। আগামী ২ নভেম্বর এই রেলপথে ট্রেনের ট্রায়াল রান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর এ রেললাইনের উদ্বোধন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: