ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বাংলাদেশে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ২০:৫৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ২০:৫৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার দুপুরে সিলেটের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেয়নি।

চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই।’

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না।’ এদিন, বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: