ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসির সঙ্গে বৈঠক করল মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ১৩:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ১৩:৫২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ঢাকা সফরত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তাদের আলোচনার মূল বিষয় ছিল ‘অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন’। বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ইসির কাছে জানতে চায় সফররত নির্বাচনী পর্যবেক্ষক দল।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে কমিশনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে সিইসি এ তথ্য জানান।

তবে যুক্তরাষ্ট্র থেকে আসা দলটির কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বৈঠক শেষে সিইসি বলেন, প্রতিনিধি দলটি ইসির কাছে ইসির দায়িত্ব, কাজ সম্পর্কে জানতে চেয়েছিল। কমিশন কিভাবে কাজ করে, সরকারের সঙ্গে কিবাবে কাজের সমন্বয় হয়, নির্বাচনের পুরো প্রক্রিয়া তাদের বুঝিয়েছি। তারা তাদের দেশে ফিরে গিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কি না।



আপনার মূল্যবান মতামত দিন: