ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৮

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) আগামী বছরের ( ২০২৪ সাল) জানুয়ারির শেষ সপ্তাহে সাধারণ নির্বাচন করার ঘোষণা দিয়েছে।

ইসিপি কর্তৃক নতুন করে আসন চিহ্নিত করার কারণে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন বিলম্বিত হয়েছে।  

নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে নতুন নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে। মনোনয়নপত্র দাখিল, আপিল ও প্রচারণাসহ ৫৪ দিনের প্রক্রিয়া শেষে জানুয়ারির শেষের দিকে ভোট হবে।

গত আগস্টে বিদায়ী পার্লামেন্টের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। এরপর নির্বাচন তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। সূত্র: আল জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: