ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। সরকারি ওয়েবসাইটে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

বুধবার নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে।

আরো বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে। তবে ক্ষয়ক্ষতির কিছু জানানো হয়নি।

নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের উপর হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্পের আঘাত এবং অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়। 

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের সাথে টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন: