ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই: পররাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪০

পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একযোগে কাজ করবে। তিনি আরও বলেন, কোভিডকালীন সময়েও এই সম্পর্ক গভীর রাখতে একাধিকবার দেশে প্রতিনিধি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং বন্ধু হিসেবে অনেক সুপরামর্শ দিয়েছে।

মন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল অ্যাক্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এতে কাজ করেছে বাংলাদেশ এবং তা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশই ফ্রি ফেয়ার ইলেকশন চায়। কেউ যেন নির্বাচনে বাধা দিতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি চালু করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: