ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট: জবি ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ১৬:৫৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ১৬:৫৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- চারুকলা বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ১২ ব্যাচের শফিকুল ইসলাম আপন, বাংলা বিভাগের ১৪ ব্যাচের আফিয়া আক্তার, দর্শন বিভাগের ১৫ ব্যাচের হাসান ইসলাম সান, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহসভাপতি জারিফ তাজওয়ার ও হিসাববিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা।

রবিবার জবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, অব্যাহতিপ্রাপ্ত ছয়জনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিতর্কিত ব্যক্তি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার সংশ্লিষ্টতাও আছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: