ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পিরোজপুরে পৌঁছেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মরদেহ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ১৬:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ১৬:৫০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি সাঈদী ফাউন্ডেশন মাঠে (পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন) পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ১০টার দিকে তার মরদেহ সাঈদী ফাউন্ডেশন মাঠে নেওয়া হয়। এদিকে ফাউন্ডেশন মসজিদের পাশে সাঈদী পারিবারিক কবরস্থানে তার কবর খনন করা হয়েছে।

দুপুর ২টায় সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাজা শেষে সাঈদীকে তার বড় ছেলে মাওলানা রাফীক সাঈদীর কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন ছোট ছেলে মাসুদ সাঈদী।

তিনি এক বার্তায় জানান, ‘পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে চলছে কবর খননের কাজ। এখানেই শুয়ে আছেন তার বড় সন্তান রাফীক বিন সাঈদী, তার ছোট ভাই হুমায়ুন কবীর সাঈদী, তার বড় পুত্রবধূ সুমাইয়া রাফীক সাঈদী।’

এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দলের লক্ষ লক্ষ নেতা-কর্মী ও ভক্তরা।



আপনার মূল্যবান মতামত দিন: