ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাওলানা সাঈদীর জানাজাকে কেন্দ্র করে পুলিশের টিয়ারশেল (ভিডিও)

সেলিম সোহেল | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ১১:৩৫

সেলিম সোহেল
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ১১:৩৫

মাওলানা সাঈদীর জানাজাকে কেন্দ্র করে পুলিশের টিয়ারশেল

নিজস্ব প্রতিবেদকঃ মাওলানা সাঈদীর জানাজাকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গেটে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকার বায়তুল মুকাররমে জানাজার কথা থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি। অনুমতি না পাওয়ায় ইসলামপ্রিয় জনতা ঘিরে রাখে পুরো শাহবাগ। এক সময় পুলিশ জনতাকে সরাতে না পেরে টিয়ারশেল নিক্ষেপ করে। পালটা ইট পাটকেল নিক্ষেপ করে জনতা।

এর আগে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কার্ডিয়াক আইসিউতে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.রেজাউর রহমান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রোববার (১৩ আগস্ট) তাকে গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভিডিও লিংকঃ

https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=819371976468932



আপনার মূল্যবান মতামত দিন: