ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ নির্ধারণ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ১৬:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ১৬:৫৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগটি আজ শুনানির জন্য কার্যতালিকায় ছিল।

শুনানির শুরুতেই রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর বলেন, মামলা কার্যতালিকায় রয়েছে। এর মধ্যেই আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়তে ইসলামী। এতে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন, শুনানির পর বিষয়টি নির্ধারণ হবে। পরে নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেন আদালত।

গত ২৬ জুন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দাবি করেন এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে তারা নিজেদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া এবং দলের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। গত ১০ জুনের আগে পুলিশের অনুমতি নিয়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীতে সবশেষ বিক্ষোভ মিছিল করে দলটি।



আপনার মূল্যবান মতামত দিন: