ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ১৫:৩৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ১৫:৩৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন তেল। বাজারে খোলা তেল বিক্রিতে শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর হচ্ছে। আর সরকারের এই সিদ্ধান্ত কার্যকরে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চলতি বছরের জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রির সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তবে সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগস্টের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরে সম্মত হয়।

গত ২৬ জুলাই এক অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানান, ‘১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। খোলা তেল বিক্রি বন্ধে আমরা মাঠে নামব। প্রাথমিকভাবে সয়াবিন তেলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।’

শফিকুজ্জামান বলেন, ‘বর্তমানে দেশের ভোজ্যতেলের ৩০ শতাংশ সয়াবিন তেল ও বাকি ৭০ শতাংশ পাম, সুপার পাম ও সরিষার তেল দিয়ে পূরণ হয়। আর বাংলাদেশে বিক্রি হওয়া মোট সয়াবিন তেলের ৫০ শতাংশ খোলা এবং ৫০ শতাংশ বোতলজাত।’



আপনার মূল্যবান মতামত দিন: