-2023-07-31-22-45-25.jpg)
নিজস্ব প্রতিবেদক : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে সমাবেশ করেব বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে সমাবেশের প্রস্তুতি নেওয়া হলেও পুলিশ বলছে তারা জামায়াত কোনো সমাবেশের অনুমতি দেয়নি।
চলমান সরকার পতনের আন্দোলনে যুগপৎভাবে না থাকলেও এককভাবেই মাঠে আছে জামায়াত। গত মাস থেকে অনুমতি সাপেক্ষে আন্দোলন করলেও এবার অনুমতি ছাড়াই মাঠে নামছে দলটি। নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে আগামীকাল ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে দুপুর ২টায় বায়তুল মোকাররমে সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত।
এদিকে মঙ্গলবার জামায়াতকে বায়তুল মোকাররম এলাকায় সমাবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।
তিনি বলেন, আগামীকাল বায়তুল মোকাররম এলাকায় কোনো ধরণের সমাবেশের জন্য জামায়াত কিংবা অন্য কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি।
সোমবার (৩১ জুলাই) দুপুরে সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলনও করেছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল সেখানে বলেন, মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। সমাবেশের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু অনুমতির কোনো বিষয় নেই।
উল্লেখ্য, গত ২৪ জুলাই জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন। গত ২৮ জুলাই সারা দেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এরপর গত ৩০ জুলাই জেলা শহরগুলোতে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দলটি।
আপনার মূল্যবান মতামত দিন: